যদি, সিংহের মুখে থাকে
       ভোঁতা ভোঁতা দন্ত
রাজাবাবু ভুলে যেতো
           শিকারের গন্ধ
সিংহের ছানা গুলি
        ঘাস খেত চুটিয়ে
হরিনের পাল তবে
       দিত শিঙ গুঁতিয়ে।


যদি, কাকগুলি কথা বলে
        মানুষের ভাষাতে
কবে ওপরের ডাক
       পারত সে জানাতে
কাকাতুয়া ময়নারা
          দীনভাবে চাইত
গলায় তো ভাষা আছে
       জ্যোতিষেতে জব্দ।


যদি, গরু মোষ ডানা মেলে
       উড়ে যেতো আকাশে
গোয়ালা গোয়ালে বসে
           ভাবত সে হতাশে
দুধ না পেয়ে ছেলে
            জুড়ে দিত কান্না
মা বলে ভালো ছেলে
            দুধ দই খায় না।


যদি, মানুষেরা ভুলে যেতো
               হিংসা ও স্বার্থ
সমাজের বুক তবে
             সুখ দিয়ে ভরত
সেনাবাহিনীর দল
       দাঁড়াতো না সীমানায়
মিলে যেতো সব জাতি
          এক নদী মোহনায়।।