পাড়ার খেঁদা, মস্ত নেতা, ভাষণ চমৎকার
মন্ত্রী ফুঁকো, খিস্তি মুখো, মানুষ চটকদার
  হাবুল মিয়া, বলদ পোষে, বাহন ডোজন সাত
কাবুল কাকা, সাংগঠনিক, লম্বা  বিশাল হাত
পটল গিরি, ধূর্ত ভারী, গুছিয়ে বলেন বেশ
কালিয়া গারু, মান্য নেতা, সব কিছুতেই দেশ
  গুন্ডি দেবীর, চিৎকারেতে, বড্ড বেশি ধার
  মঞ্চ কাঁপে, তালির চোটে, ভৈরবী হুংকার
দরকারি খুব, হিসেব কালে, চিটিংপদ দাস
রেসের ঘোড়া, বেচাকেনায়, অভিজ্ঞতা খাস।


এবার পুজোয়, চমক দিয়ে, নতুন আসর হয়
কোন নেতাতে, বড্ড বেশি, মিথ্যা কথা কয়
যুক্তি দিয়ে, তর্ক করে, দেখাও নিজের বল
জয়ী পাবেন, চল্লিশ লাখ, প্রাইজমানির ফল
ছোট মেজো, সব নেতাতে,  যুদ্ধে মারে হাত
ভাষণ ঘাতে, মিলছে ফেরি, বিষম প্রতিঘাত
দ্বন্দ্ব বিবাদ,  ঝগড়া স্বরে, আসর বাজিমাত
মিথ্যে ভারে, বিচারপতি, মেঝেয় কুপোকাত
মিথ্যে শত, দৈর্ঘ্যে কত, ওজন কত সের
দাঁড়িপাল্লা, ফানেল আসে, মাপতে জমা ঢের
চাটায় বসে, হিসাব কষে, দুঁদে হিসাববিদ
অংক শুনে, মিরগি আসে, খাতার কোলে চিৎ
দিস্তা হতে, দিস্তা মেটে, ফুরায় কালি জেল
দলিল লেখক, দশ জনাতে, করল ডাহা ফেল
যদিও দাদা, প্রতিযোগীর, সংখ্যা মোটে আট
ঘন্টা দুইয়ে, চার বিচারক, কাজের চাপে ছাঁট
লক্ষ কোটির, মিথ্যে  মাঝে, কাকে প্রথম স্থান
আসর করে, ইভেন্ট প্ল্যানার, বড্ড যে হায়রান।

বাইরে হতে, বড় নেতায়, নাক সিঁটকে ঘর
  মিথ্যে আমার, বেচার লাগি, নয় এ সঠিক দর
মঞ্চে উঠে, পসার খুলে, বেচলে উড়ো ছাই
এই সালেতেই, কামাই হবে, চারশো কোটি প্রায়।।