আঠা হয়ে কাঁটা গুলি লেগে আছে পেটেতে
পাঁঠা বলে ঝাঁটা মারো খস নাই চিটেতে
গোটা হতে বাটা হলে অমৃত পাক্কা
মোটা বেলে আটা তবু ছুঁলে হাত ছক্কা
চিটা গুড়ে পিঠা পিঠে খেজুরের বৃষ্টি
কাটা আম ল্যাঠা পোড়া তৃষ্ণার সৃষ্টি
মিঠা হাতে ভাটা নাই তদারকি মস্ত
পারো যদি আরো দাও গোলালুর পোস্ত।।