লোকে বলে কলঙ্কিনী তুমি
তবু মোর ভালো লাগে তোমা
কানে বাজে শতক রটনা
তবু চোখে নিষ্পাপ শ্যামা


লোকে বলে ঘটনাকে টেনে
কত দাগ লেগে গায় তোমা
আমি দেখি দুধসাদা রঙে
দোলে বসে লক্ষী প্রতিমা


রৌদ্রের দৃঢ় উত্তাপে
চাই সাথে ছাতা হতে তোমা
দোটানায় পড়ে গেছি ভারী
ভাঙবো কি সমাজের সীমা


রোজ বসে কবিতায় লিখি
সাজে দি গহীন উপমা
প্রশ্নটা খুব কানে বাজে
আমার কি পাওয়া হবে তোমা!