জানিস হেথা মোড়ের মাথায় মানুষখেকো থাকে
সন্ধ্যে বেলা একলা পেলে উপড়ে নেবে নাকে
শিরিষ গাছের দখিন কোনে চুপটি মেরে বসে
দোলনা দোলে মটকা ডালে ফিসিরফিসির হাসে
সাদা শাড়ি এলো চুলে আকাশ পথে ঘোরে
সামনে এসে পড়লে ভুলে রক্ত চুষে মারে
পূর্ণিমাতে অট্টহাসি আসে হাওয়ায় ভাসি
পেলে ফাঁকে বাগায় তাকে মেলায় যদি রাশি
অমাবস্যায় গ্রামশুদ্ধ ঘর বেরোতে মানা
খবর পেলে মানুষখেকো করতে পারে হানা
পুকুরপাড়ে একলা যদি বাচ্চা ছেলে খেলে
তুলে নিয়ে হাত-পা কেটে উল্টে বাঁধে ডালে
জেলে পাড়ার মদনখুড়ো খুড়খুড়িয়ে হাঁটে
দামাল জেনে মানুষখেকো এক পা নেয় কেটে
তাইতো বলি বাধ্য হয়ে চুপটি থাকো ঘরে
খবর পেলে মানুষখেকো কি জানি কি করে।।