যত বড় হোক তোর মাথা
   পদ জোড়া ছুঁয়ে আছে মাটি
যত ওড় দূর আসমানে
   জমিনেতে গড়া তোর বাটী
যত গড় মঠ মন্দিরে
   কাঠ পাতা দিচ্ছে কাঠুরে
মালার রঙিন ফুলগুলি
   ফুটে কোথা অজানার ভিড়ে
যত বড় হোক তোর দ্বার
   বাতাসে লুটায়ে ধূলা মাতে
ইটের ভাটায় ইট গড়ে
   ইসলামি হিন্দু শিখ সাথে
যত হোক বর্ণ গোরা তোর
   মণি দুটি কালো সদা রবে
অন্নপানি আহারের বিনা
   জিন্দেগিরে বিতাবি কিভাবে
সবকিছু আছে যদি তোর
   তবে কেন দোয়া মাঙো ভোরে
কোন বৈদ্য সারাবে দুঃরোগ
    যখন না চাহিবে খোদারে
আশার প্রদীপ গেলে নিভে
   জীবনরে কাটাবি কেমনে
বাঁচার আনন্দ পাবি এলে
   মিলে মিশে সহস্র জনে।।