ফেটেছে কপাল, রক্ত ঝরেছে,
শপথ মোটেও মরেনি,
ভারী লাঠিগুলো হলো পরিচিত,
অন্তর তবু ডরেনি।


আমি বেপরোয়া, করি না পরোয়া,
শান্তি নচেৎ শ্রাদ্ধের!
দুই হাতে তাই, মুখোশ হটাই,
বর্বর ঠিকাদারদের।


ওরা বলে, "ব্যাটা সমাজ বিরোধী,
উস্কানি দেয় গর্তে।"
ছক কষে যায় কড়া শাস্তির
যে কোনো রকম শর্তে।