বিন্দু বিন্দু রোদ ছ্যাঁকা দেয় গায়ে
অলস অন্তর জড়ায় হাতে পায়ে
সামলে নে আমায় এই আলোকনা হতে
আমি নিঃশব্দ রজনীতে বেজায় সুখী থাকি।


স্বপ্ন বাস্তব ভোরে আকাশ পাতাল আঁকে
চেষ্টা নেই তবু ইচ্ছে ভীষণ বুকে
যদি পাই ঐ ঝকঝকে ত্রিশূল খানা
কাল আমিও ভগবান হই,
তবে ভগবানি কাজ কি এতই সোজা!


ফাঁকা ঘরে একা থাকতে বেশী ভালবাসি
নিশ্চিন্তে মন অনেক গল্প বলে বেশী
বাইরের ভিড় লাগে শত্রুর দেশ যেন
তবে সত্যি কি আমি একাকীত্ব চাই।।