বইবে নদী আপন মতে
           কাটবে কে তার পথ
        গড়বে চাকা নিজের মতো
           রুখবে কেমন রথ
       আলোর ফোঁটা মায়াকাশে
            উঠবে একা ফুটে
         চন্দ্র-পৃথ্বী আপন বেগে
            আপন মতে ছুটে
    ঢেউএর খেলায় স্রোতের ঠেলায়
           টানবে কেমন রাশ
       আপন মনে এগিয়ে চলে
           দিন বৎসর মাস
       আলোক গতি বর্ষা মতি
          আছে কারো বশে
       ছোট্ট খালে আপন বলে
         নীল সাগরে মেশে
      বাতাস ছোটে সূর্য ওঠে
          নিজ ইচ্ছা খুশী  
   তোমার না থাক আমার আবেগ
       তোমায় ভালবাসি।।