আফিম নেশায় বুঁদ হয়ে থাকা দেশটায়,
কালো আকাশের ময়লা সরানো চেষ্টায়,
আয়না ধরার বিপ্লবী হয়ে, শেষটায়
ওরা খুন হয়ে গেল।


ভীরুতা ছাড়িয়ে প্রশ্ন তোলার দায়ে
বলাৎকারীর কড়চা খোলার দায়ে
ল্যাংটো রাজার কাপড় খোঁজার দায়ে,
ওরা খুন হয়ে গেল।


শাসকেরা বলে, বিরোধী'র কারসাজি
বিরোধী বলছে, এলাকা দখলবাজি
প্রশাসন বলে, তদন্ত শুরু আজ'ই।
মাঝে, ওরা খুন হয়ে গেল।


ওরা মজুরের ছেলে, কেরানির  ভাই,
হকারের বোন, ইতিহাস নাই।
তবু বুলডোজারের সামনে দাঁড়িয়ে
প্রতিবাদ করা খড় ছাই
গুলো, খুন হয়ে গেল।