অষ্টাদশী              ও উর্বশী
     কেমন তুমি যাও হে
মৌন শিবে         বদ্ধ জিভে
   কোথায় গেলে পাও হে
আঁখির ভাষা      রাত কুয়াশা
   একলা উড়ে যায় যে
সকাল হলো   চোখটি খোলো
   নিখোঁজ আজি হায় সে
খুঁজতে হলে         যেও চলে
     বিন্ধ্য মালার চূড়াতে
গাঁজায় নিয়ে     আদুল গায়ে
     বসেছে এক বুড়াতে।


রূপের ছটা        গুনের ঘটা
    তখন কেমন জমবে
নেশার ঘোরে    ঠাণ্ডা জোরে
     দৃষ্টি যখন কমবে
কাঁকন হাতে   ঝুমকো বেঁধে
    লাভকি কিছু আসবে
দেখো আখের    মরা বাঘের
     ছালটি চুপি হাসবে
ঘায়ের ফাঁকে    মলম মেখে
    ক্ষতয় যাবে সারিয়ে
চিহ্ন তবু         মিটবে কভু
    সময় যাবে তারিয়ে?
অষ্টাদশী            ও উর্বশী
    চলেই যেতে চাও হে
মৌন শিবে       বদ্ধ জিভে
   ভুলেই তবে যাও হে।।