পাড়ার হাবু       ফেরায় বাবু
       মস্ত কথার চাল
মিশলে তারে     বুঝবে ধীরে
       সে কি ঘুঘু মাল!
বেড়ায় ঘুরে       স্টাইল পুরে
      চশমা এঁটে চোখে
বিশ তিরিশেক    ওজন খানেক
      তাতেই গরম মুখে
আঙুল গোনা      আংটি সোনা
      গলায় সোনার চেন
দেখতে খেদা      শক্ত মাথা
        দুষ্ট পোঁতা ব্রেন
গণ্ডা দুনে          পাঁজর গুনে
        তবুও সাবধান
কথার ছলে       বসিয়ে কোলে
     ছিনিয়ে নেবে প্রাণ।।