বলি ও পথিকরে তুই
     কোথায় চলিস এ পথে
এই পথে রাজা চলেন
     উড়িয়ে ধূলো লাল রথে
রাজা ছাড়া অন্য কারো
    হেথায় চলার আদেশ নাই
পেয়াদারা দেখলে নেবে
           হাঁড়িকাঠে মুণ্ডু টাই।


জানি চাচা তাই এসেছি
          বাঁধা নিয়ম ভাঙতে
দুষ্ট রাজার অন্ধ দেশে
         নতুন কিরণ আনতে
আজকে আমি একলা পথিক
           মৃত্যুর এই দুয়ারে
কাল দেখবে বিদ্রোহী দল
        জমবে শয়ে হাজারে।


        কাল এক অঘটনের জন্য পাতায় আসতে পারিনি।একুশের দিনে পাতায় শরিক না হয়ে খুব দুঃখ হচ্ছিল।   বাংলার প্রিয় শহীদ ভাইদের জন্য আমার লেখাটি উৎসর্গ করলাম।