পালিয়েছে মেয়ে, তবে ভালো নয়!
গ্রাম জুড়ে ছিছি ডাক লেগে রয়
মুখে মুখে গলি মোড়ে গুঞ্জন
কৌতুকে মেতে মহা সজ্জন।


পরিবার রটনায় জীর্ণ
হাঁটা পথ বহু সংকীর্ণ
বাবা কানে কাকা দেয় মন্ত্র
মেয়ে নয় ওটা ছিল যন্ত্র।


আগুনেতে ঘি পড়ে মন মন
কত শত উপদেশ বন্টন
ঘাটে ঘাটে ভেঙে গড়ে রটনা
সব মুখে লজ্জা এ ঘটনা।


বাবা বলে গলা টিপে মারবো
শেষ দেখে তবে আমি ছাড়বো
মান নিয়ে ছিনিমিনি শয়তান
হাতে পেলে কেটে নেবো গর্দান।


ঠিক ছিল বিয়ে দশদিন বাদ
বাজে মেয়ে যত করে প্রতিবাদ
নিভৃতে ইচ্ছের খুন হয়
রূপকথা গল্পের দেয় ভয়।


পালিয়েছে মেয়ে করে প্রতারণ
ক্ষমাহীন রয়ে যাবে আজীবন
বেমুখোর মুখ দেখা মহাপাপ
কাঁধে জমে সহস্র অভিশাপ।।