ওরা দোষ গুণ ধরে,
আফসোস করে,
শোরগোল ফেলে,
ফুটন্ত তেলে,
মাছ ভেজে নিতে পটু।
আসন্ন ভোটে,
দাঁত চেপে ঠোঁটে,
বিপক্ষ কোর্টে,
প্রত্যাশে ছোটে,
ফুটবলে ভারী পটু।


সরকার গড়া সরকার ফেলা
আর সবকিছু পায় অবহেলা
পিছুপা হয় না,
হেলায় মারতে আর্তের মুখে লাথি।
তবু কানকাটা জানোয়ার গুলি
অভ্যাসে খায় আফিমের গুলি
বাসি রুটি খেয়ে,
মহা বীরত্বে রঙ নিয়ে মাতামাতি।


ওরা কাটা লাশ নিয়ে রাজনীতি করে,
অধিকার নিয়ে খেলা,
ওরা আবেগ বিকিয়ে ভোট কিনে ঘরে,
শ্রাদ্ধে বসায় মেলা।
শোক প্রকাশের মিথ্যে নাটক
চোখে মুখে নাই ছিটেফোঁটা শোক
শাসক বিরোধী গদি প্রত্যাশে......
ক্ষতি করে যায় শত,
সমাজ কোপে কোপে বিক্ষত।


ওরা বেদনা বিহীন নিউরোন হীন
সত্তায় বসা যন্ত্র,
ওদের মিথ্যাই মোট মূলধন,
শুধু দখলীকরণ মন্ত্র।
ওরা প্লেনে করে যায় বিদেশ সফরে,
দেশের বারোটা বাজিয়ে,
ওরা বাপ কাকা নামে বংশের ক্রমে
পদ পায় থালা সাজিয়ে।


ওরা জননেতা
ওরা অভিনেতা
ওরা দুষ্কৃতি
নাই নিষ্কৃতি
দেশ ভুগছে ওদের শাসনে,
ওরা হেরে যায়  
ওরা জিতে যায়  
ওরা মরে যায়  
ওরা জন্মায়
ওরা দখল রেখেছে আসনে।


ওরা গ্রীষ্ম দুপুরে কম্বল বেচে
অন্ধ ভোটার কেনে
ওরা ডাকাতি করবে, খুন করবেই,
আমরা নিয়েছি মেনে।
ওরা গিরগিটি ন্যায় রঙ বদলায়
ইঙ্গিত বুঝে পন্থা দোলায়
মিথ্যা চাদরে আশ্বাস বেচে
আগামী আঁধার জেনে।


বলশালী হাতে ধর্ষিত হয় সংবিধানের পৃষ্ঠা
শেয়ালের দল গোগ্রাসে গেলে বুড়ো ময়নার বিষ্ঠা।
মরীচিকা পিছে ছুটিয়ে বেড়ায় দরিদ্র জনগণ কে
আদরে কদরে শততা হারায় ভিক্ষার প্রলোভন পেয়ে।
ছয়তলা বাড়ি লাক্সারি গাড়ি রয়ে গেছে দাঁতে মাড়িয়ে
যত ব্রাশ করো খরুচে মাজনে নিশান যাবে না ছাড়িয়ে।


ওরা প্রাপ্তির আশে
শুধু ভালবাসে
ক্ষমতার জয়ধ্বজা,
ওরা কশাইখানায়
অস্ত্র বদলে
আসন করেছে কব্জা।
ধারা উপধারা চাবুকের ঘায়ে
কাস্তে কুঠার বশ্য।
নীতিমালা ভাঙে কামনার দায়ে
চিতার আগুনে ভস্ম।
খুন রাহাজানি লুঠ জালিয়াত
সবেতেই ওরা করে বাজিমাত
চেয়ারের দর তর তর বাড়ে
নিলামে কাঁশাই গঙ্গা।
উৎপীড়কের শাপিত আঁচড়ে
মহামারি শুরু ফুটপাত ধরে
পরকীয়া রোগে দুর্দশা ভোগে
বাঁশদ্রোনী হতে বনগাঁ।


ওরা জননেতা
ওরা অভিনেতা
ওরা দুষ্কৃতি
নাই নিষ্কৃতি
দেশ ভুগছে ওদের শাসনে,
ওরা হেরে যায়  
ওরা জিতে যায়  
ওরা মরে যায়  
ওরা জন্মায়
ওরা দখল রেখেছে আসনে।