মিছে কথা নয় বলি ওগো
তুমি মোর প্রিয় আদরিনী
মাস গেল হাত ধরি তব
তবু যেন যুগ হতে চিনি
দুয়ারেতে বসে একমনে
চাল বাছো ঘোমটা মাড়ায়ে
আমি দেখি দুই চোখ মেলে  
দ্বারে খাড়া বকুলীয় ছায়ে
মিঠে হাসি ভরে বুক পেট
ক্ষুধা যেন ভরে তব মুখে
পূর্ণিমা চন্দ্রিমা ন্যায়
নাকফুল জ্বলে ঝকমকে
সাঁজ বেলা পুকুরের পাড়ে
কোমরেতে কলসিরে ভরে
দোলা জলে আবছালো ছায়া
অপরূপ কি বলিব তারে
মেটে পথ ছুঁয়ে তব পদ
ধীর হাওয়া মেলে কেশ তব
মধু মুখ দেখি আমি রোজ
তবু যেন কাল লাগে নব
চোরা গলে মিঠে 'ওগো' স্বরে
বিলীনিত হই রোমে রোমে
সহস্র স্মৃতি আঁকা পাতা
ভোরের শিশির হয়ে জমে।।