কেমন করে ডুবলো তরী কেমন চুরি পান্নাকে
রূপের যাদু দেখিয়ে তুমি লুঠলে সারা দেশটাকে
কেউ ঝুমছে মত্ত নেশায় কেউ বসছে রাজপথে
ফাঁসির দড়ি ঝুলিয়ে কেবা আকাশ পাড়ি ফুলরথে
জনসভায় ভাষণ চলে ধর্মঘটে অনুগামী
পানশালাতে মাতাল ভিড়ে আড্ডা চলে কে তুমি
গায়ের গড়ন নাকের গঠন আলোচনার আঁকিবুঁকি
কেমন তোমার রূপের ঝলক কেউ কখনো দেখেছে কি
মরদ জোয়ান ভুগছে সবাই নিদ্রাহীনের রোগটারে
বৃদ্ধ বালক স্বপ্ন দেখে একটু সময় পাই তারে
কেউ খুঁজছে পথেঘাটে কেউ খুঁজছে জঙ্গলে
শুনলাম কেউ রকেট নিয়ে খোঁজ করে দূর মঙ্গলে
খবর কাগজ প্রথম পাতায় ইনাম ভারী খোঁজ দিলে
গুণগুণিয়ে বিদিক মাতাল হটাৎ যদি যায় মিলে
একলা আমি বসে আছি হুইল চেয়ার তক্তাটায়
দৈনিক ওই খবর পাতা উল্টাই থাকি অপেক্ষায়।।