চোখে আঙুল তুললে রাজার, ভীষণ ফোঁসেন রাগে
সর্বদা তার রাজপাট চাই অন্ধ বগল বাগে
রায় যদি ভাই মানতে নারাজ
বিগড়ে ওঠে আদিম মেজাজ
প্রজার মুখে দাবি-দাওয়া! আজব-গুজব লাগে।


রাজার মুখে:-

সৈন্য আমার অস্ত্র আমার আমি যমের বাবা
যখন খুশি যেথায় খুশি মারতে পারি থাবা
হিসেব-নিকেশ বড্ড সোজা
বিদ্যে জোরে যায় না বোঝা?
পিটিয়ে দেব অন্ধকারে খেললে বেশি দাবা।


মহান দেশে হনুর বেশে চুপটি করে থাকো
নইলে সাজা মস্ত কড়া পাগলা মনে রাখো
  করলে অধিক হাঁচি-পাঁচি
আন্দোলনের নাটক বাজি
উর্দিধারী গুন্ডা পোষা, মানবে আইন নাকো।


অনশনের ফন্দি-ফিকির, স্লোগান গলা তুলে
বছর বিশের হতচ্ছাড়া ধরাও আমার ভুলে
বিদ্যে বোঝাই বাবুমশাই!
  হাঁকিয়ে বল রাজা কসাই!
সাবধান হও, বাড়লে বেশি হাত-পা নেব খুলে।


বলব যেমন থাকবে তেমন বুদ্ধি বোধে মুছে
দেখলে বেশি দাল্লা স্বভাব পিটিয়ে দেব ঘুচে
  বরং থাকো স্বাধীন সুখে
আমার পায়ের আঙুল মুখে
কামাই পাবে পোষণ পাবে, খাওনা দেশে চুঁছে।