প্রশ্নের খুঁজি উত্তর মালা
কারাকোরামের পাথুরে ঢালানে,
যতি বিন্যাসে কচি একচালা
রাধা মাধবের আঙিনায় টানে।


আনকোরা মন আনাড়ি স্বপনে
নগর জয়ের আদিম কামনা,
নারায়ণ ভাবে ভক্ত গোপনে
ভাঙ গিলে বুঝি হয় আনমনা।


সোহাগের সতী ভীমরতি দেখে
কপাট ভেঙেছে শিলনোড়া ঘায়ে,
কুয়াশার মাসে ভালবাসা শেখে
পনেরোর যুবা পঁচিশির গায়ে।


স্মৃতির শাসনে কেঁদে কূল নাই
ব্যাঙ্গমা মরে বালিশের কোলে,
ধান গম ছাড়ি ব্যাঙ্গমী চাখে
বাজরা গোপনে লালসার দোলে।