অন্ধকারের ফায়দা তুলে করছে যারা মন্দ কাজ
ভুলছে তারা পরশু এলে ভাঙবে সখের নরক রাজ
কমজোরিকে হুমকি দিয়ে লুঠছে ঘামের সিক্ত ধন
পশুর মতো জীবন পেতে মৌন সাজে লক্ষ জন
দামী ছবি আঁকতে গিয়ে রক্ত মাখা তুলির টান
পদন্নোতির রাস্তা খুঁজে নামিয়ে স্বাধীনতার মান
উচ্চবানে সামনে রেখে খেলছে পিছে নোংরা খেল
সামনে চলে চোরের রাজা পেছন ঠগের লম্বা রেল
নয়কো তুমি ধ্রুবতারা রইবে চিরজীবন কাল
সময় এলে বদলে দেব সমাজ তোমার দুটোর হাল
সামলে থেকো সামলে রেখো সাধের ফুলের বাগানটায়
নইলে পরে মরবে কেঁদে কেন এমন শাস্তি হায়
তাকাও আকাশ হচ্ছে রাঙা নতুন রবির আবির্ভাব
আলোর ছটায় পড়বে ধরা তোমার সকল ময়লা পাপ।।