হন্যে হয়ে খুঁজছি আমি আপন কোন মন
কাল পেরোলো কোথায় আমার স্বপন প্রিয়জন
ব্যস্ত দিনে দোকান মাঝে
ঘামের স্রোতে ভুতুম সেজে
ফিরলে ঘরে টিভির গায়ে এগোয় বিষাদ ক্ষণ।


সামনে হতে পালায় চলে সুশ্রী মুখের সার
কেউ বা চোখে এদিক পানে ফিরায় না একবার
ময়দা মাখা সুতির জামা
ওদিক হতে চেঁচায় মামা
ক্যাবলা নাকি, রাস্তা ধারে তাকাও বারংবার।


এলো চুলের তেলো জটে ঘুনের বাসস্থান
সামনে জড়ো খদ্দেরেরা বিঁধছে কানে তান
চালাও হাতে একটু খানি
রাজার ছেলে চপ দোকানি
'আমার আগে' 'আমার আগে' ত্রস্ত ভীতু কান।।