বলছো মশাই, সত্যি নাকি, সোনার খনি আপন ঘরে?
খাওয়াও জাদা খড়বিচালি তবেই দেখো কামাল ভোরে
বালতি নিয়ে গোয়াল গিয়ে দুইবে দুধে শান্ত মনে
গিন্নি তোমার শিক্ষিতা যে, কাড়বে সোনা নিষ্কাশনে
খড়্গপুরের বিজ্ঞানী ভাই দেখায় নতুন উদ্ভাবনায়
যুক্তি বশে অংক কষে ভুল ধরেছে দুধ সংজ্ঞায়
হাম্বা ডাকে চেনায় মা'তে হাম্বা ছাড়া আন্টি বলো
গফুর ভয়ে গাইয়ে বলে 'সোভা আন্টি' চরবে চলো
নেড়ার দাবী খাতায় পেনে প্রক্রিয়া দাও বুঝিয়ে বলে
আজ গোয়ালা কালকে আমি স্যাকরা হব আপন বলে
গিন্নি নেবে চার-ভরি হার কয়দিনেতে মিলবে দাদা?
আমার ঘরে দুখান গাভী একটি কালো একটি সাদা
ছিঁচকে ডাকু পাড়ার পাঁকু ভাবছে এবার ছাড়বে চুরি
সুলভ পথে মিললে সোনা করবে না আর ছলচাতুরি
জীববিদ্যায় আশিস বাবুর জ্ঞানের তরী বড্ড গাঢ়
গেরুয়া শার্টে প্রশ্ন শুনে চেঁচিয়ে বলে রাস্তা ছাড়ো
কৌতূহলের বড্ড জ্বালা ঘুম আসেনা রাত্রে বাবু
স্বর্ণনাড়ির গল্প শুনে উচ্চ আশা করছে কাবু
মূর্খ পাঁচুর যুক্তি হুড়ো "ঢপবাজি সব কইছো হেন
এতই যদি সোনায় গিলি বর্ণে আমি ময়লা কেন"
বিজ্ঞানে কি জোয়ার গতি ভাবনা আসে তোমায় ভেবে
এমন ধারার আবিষ্কারে সত্যি দাদা নোবেল নেবে।।