রাজনীতিতে শিকার দীঘি, মরছে মাছে কচ্ছপে
তাবড় নেতা খুঁজছে ভোটে, ঘি ও তেলের মোচ্ছপে
আদালতের রায় এসেছে, পরিবেশের স্বার্থতে
শাসক কেন কষ্ট পাবে, জলাশয়ের আর্ততে
কষ্ট বেশি দূষণকারী, হঠাৎ যদি রাগ করে
চিন্তা আসে ভোটব্যাংকে, ঘাটতি ধরে চট করে
ডান্ডা,গুলি চালায় কেমন, বাস্তু খুনের দোষ ধরে
চেঁচামেচির নাই প্রয়োজন, কালকে দেবে সাফ করে
হত্যা কয়েক জলজপ্রাণী, নাইবা এমন দরকারি
পদ্মবনে সামলে নেবে, নাইবা দেখাও পোদ্দারি
আইন মানায় ঝঞ্ঝা তবে, আইন ভাঙা শক্ত না
ভাঙলে তালা করবে কিবা, বলছে জননেত্রী তা!

গদির লাগি ভাবনা হেথা, মরলে মরুক পরিবেশে
ভোটের খেলায় আগুন লাগে, রাজধানীর ফুসফুসে।