পাড়ার সেরা সুন্দরি
ইস্কুলে যায় সাথ করি
কাঁধের উপর ব্যাগ ভরি
আরেশ মাঠের মোড় ঘুরি।


কাঁচা হলুদ রঙ নিয়ে
যাচ্ছে সমুখ পথ হয়ে
হাসছে বাঁকা ঠোঁট দিয়ে
গাইছে যেন বন টিয়ে।


মায়ায় ভরা দুই চোখে
কাজল কালো রঙ মাখে
নিশ্চল ঠায় ওই বাঁকে
নামিয়ে পলক কি দেখে।


মুখখানি  তার রূপসী
নিখুঁত আঁকন রঙ ঘসি
তাকিয়ে থাকি ঠায় বসি
একোন দেশের উর্বশী।


সখীর সাথে যায় চলে
মুখ নাড়িয়ে কলবলে
দুই কানে দুই দুল দোলে
প্রশ্বাস নিতে যাই ভুলে।


মেঘলা বরন ওড়নাটি
বাতাসে দেয় খুনসুটি
চুলের গোছায় ক্লিপ আঁটি
মাতায় সারা রাস্তাটি।।