জীবন আমার হচ্ছে বৃথা
শুনছো তুমি পারমিতা
নেইকো আমার দশটা মাথা
নয়কো তুমি ব্যাদের সীতা।


যাচ্ছে আয়ু ব্যভিচারে
সন্ধ্যা সকাল কথার মারে
জ্বলছে মনে পুঁথির ভারে
ফুরায় খুশী ধর্মাচারে।


বেলা তিনেক কাটছে জপে
ডাকছে শেয়াল আঁধার ঝোপে
গাইছে পাখি আলোর প্রভে
বাড়ছে মনে বিষাদ ক্ষোভে।


বোঝাই কেমন কৃষ্ণ শিবে
নকুল দানায় বিস্বাদ জিভে
জীবন গেছে জাঁতায় চেপে
ঘুমাই একা মুড়াই লেপে।।


         মজার লেখা। ভুল ভাবে নেবেন না।