ভোরের নিষ্পাপ আলোয় এক প্রভাতীর মুখ দেখতে ভীষণ ইচ্ছে মনে
গহীন গোপনে,
স্বপ্ন ও চাহিদাগুলি মিলেমিশে এক অজানা অস্বস্তি সৃষ্টি করে
হৃদয় গভীরে,
নিজের তৈরি নিয়ে সন্দেহবান ক্রমে জোয়ার ভাটার  ন্যায় আসে
গাঢ় প্রশ্বাসে,
ঘটমান পাশের ঘটনাগুলি অস্থির মস্তকে কঠিন বেদনার আনে
গাঙের উজানে,
আমিও ভেসে যেতে চাই কোন ছোট তরী নিয়ে গভীর সাগরে
নীলের চাদরে,
এলিয়ে আরাম পাব নিচু পাটাতনে দুই হাত বিস্তারে রেখে
উষ্ণতা মেখে,
তুই আয় চলে অপেক্ষা বড্ড জ্বালায় প্রিয়া অচেনা কারণে
আমি বড্ড শাসনে।।