ঘন জমে থাকা বাদলের মতো
আকাশের ছায়া কাজলের মতো
লালপাড় শাড়ী আঁচলের মতো
অপরূপ তোর চোখ।


ময়না কোটরে চুপি হাসি মতো
রাখালে বাজানো বাঁশ বাঁশি মতো
ঝর্ণায় ঝরা জলরাশি মতো
মধুমাখা তোর স্বর।


আদি নিঃসৃত সরাপের মতো
জ্যোৎস্না রূপালি প্রলাপের মতো
টকটকে ফোটা গোলাপের মতো
নেশাতুর তোর ঠোঁট।


ভোরের আকাশে রাঙা রবি মতো
যাদুকাঠি ছুঁয়ে গড়া ছবি মতো
পরিদেশে কোনো মায়াবীর মতো
মায়াময়ী তোর মুখ।।