যাচ্ছি ছুটে     তোর নিকটে
   পাগলা হাওয়ার মতো
তবু কেন        দিস সজনী
      কষ্ট আমায় এত
হৃদয় মনে        প্রতিক্ষণে
     ভাসে তোরই ছায়া
আসেনা ভাব    তোকে ছাড়া
     কালো যাদুর মায়া
মৌন ছবি       পাগল কবি
    লুকায় খাতার মাঝে
নীচ বেচারা    নাইবা জানে
     অন্য কারো সে যে
বসে পথে       অপেক্ষাতে
    সময় গড়ায় কালে
বৃদ্ধ কবি           প্রতিচ্ছবি
    নিয়েই বাঁচে কোলে
মৃত্যু আসে    আকাশ হাসে
     কীবা পেলি ওরে?
সুখ পেয়েছি    ভীষণ ওগো
    অপেক্ষাতে মরে।।