হুস হুস হুস হুস উত্তুরে হাসছে
জানালার খিল ঠেলে তির বেগে আসছে
সাথে আসে জমজমে কনকনে ঠাণ্ডা
হিমেল হাওয়ায় যেন উবে যায় প্রানটা
আলমিরা খুলে খুঁজি সোয়েটার টুপিটায়
হাতকাটা গেঞ্জিতে এই রোষ চাপা দায়
বাতাসের ফলাগুলি রোমকূপে দেয় ফুট
নীল সাদা পাখিদলে হয়ে যায় দলছুট
দুইভাঁজ কম্বলে মুড়ে নিশিকান্ত
দাওয়া কোনে জুবুথুবু হয়ে বসে শান্ত
আঁধারের ছায়া নামে ঘড়ি কাঁটা পাঁচটায়
শীতের তীক্ষ্ণ ছোঁয়া এসে বিঁধে সারাগায়
ঝাঁকাডালি কুলগাছ কাঁপে পাতা নাড়িয়ে
উত্তুরে হাওয়া মাঝে খালি গায় দাঁড়িয়ে
দেখায় বাপের বেটা কত তার সাধ্যি
ঢলে যায় রবি ভায় বেশ চটজলদি
হ্যারিকেন আলো জ্বেলে জানালায় চাপি খিল
এই শীতে রোধ করা চাদরেতে মুশকিল
মাথা-কান-গলা আঁটা মোজা পায় মেজেতে
কনকনে হাত সেঁকি হ্যারিকেন আঁচেতে
ক্ষনিকেতে জড়ো হয় ছোটোবড় পোকা সব
বইএর পাতা পরে চলে মহা উৎসব
এর মাঝে উত্তুরে সাড়া দেয় জানলায়
ঠনঠন ঠকঠক টোকা মারে পাল্লায়।।