স্বপ্ন পুরের রূপের রাণী
আমার সোনার দেশ
ধানের মাঠে ঢেউ খেলানো
মন মাতানো বেশ।


ঘুম ভেঙে দেয় ভোরের রবি
দোয়েল শ্যামা গায়
ভাটির টানে পাল তুলে যায়
মাঝি দূরের নায়।


কৃষাণেরা লাঙল কাঁধে
ছোটে দূরের বিলে
নদীর জলে ঢেউয়ের তালে
জাল টেনে নেয় জেলে।,


নানান পেশার নানান মানুষ
যে যার কাজে ছোটে
সওদা নিয়ে ঠিক দুপুরে
হাটুরে যায় হাটে।


শেষ বিকেলে রাখাল ছেলে
বাঁশির সুরে ফেরে
দিনের রবি যায় যে ডুবে
সন্ধ্যা আসে ঘিরে।


ঝাউয়ের বনে দূর কাননে
হুক্কা শেয়াল ডাকে
মিট-মিটিয়ে জ্বালায় আলো
জোনাক ঝাঁকে ঝাঁকে।


বাংলা মায়ের কোমল ছোঁয়ায়
দু চোখ আসে বুজে
এমন সোনার দেশটি কোথাও
পাবেনাতো খুঁজে।