লাল সবুজের সোনার দেশে
সূর্য ওঠে নতুন বেশে
ফিঙে নাচে গাছে গাছে
ফুলের কলি হাওয়ায় নাচে।


লাল সবুজের সোনার দেশে
স্বপ্ন ডানায় মনটা ভাসে
অচিন পাখির সুরের টানে
মন ছুটে যায় দূরের বনে।


লাল সবুজের সোনার দেশে
মেঘের পালকি হাওয়ায় ভাসে
সূয্যি লুকায় মেঘের খামে
রিম-ঝিমঝিম বৃষ্টি নামে।


লাল সবুজের সোনার দেশে
সরষে ফুলের পাঁপড়ি হাসে
ফড়িং ছড়ায় ফুলের রেণু
দূরে রাখাল বাজায় বেণু।


লাল সবুজের সোনার দেশে
আঁধার নামে দিনের শেষে
পাখিরা সব ঘরে ফিরে
মুখর করে শান্ত নীড়ে।