পূব আকাশে ফুটলো যে ওই
ভোরের রাঙা রবি
ধরা থেকে মুছে দিলো
আঁধার কালো সবই।
ঝির-ঝিরিয়ে বইছে হাওয়া
গাইছে পাখি গান
কল কলিয়ে বইছে নদী
মধুর কলতান।
দিঘির জলে পদ্ম দুলে
ঢেউ ছড়িয়ে ডাকে
বন বনানী খুলছে দুয়ার
আঁধার চিরে জাগে।
সবুজ পাতা কয়না কথা
ফুল মেলেছে আঁখি
মিষ্টি সুরে গাইছে ভোরে
ছোট্ট দোয়েল পাখি।
ঘোমটা খুলে হাওয়ায় দুলে
নাচে ফুলের কলি
ফুলের তরে ঘুরে ঘুরে
ছুটছে শত অলি।
নায়ের মাঝি বাইছে আজি
মাস্তুুলে পাল ওড়ে
পূবের পানে ক্ষনে ক্ষনে
বেলা চলে বেড়ে।