আমি নাহি, দেবী চাহি,
হোক সে, তুচ্ছ মানবী,
কারে চাহি, কারে পাহি,
এলো শেষে, পূত দেবী,

আমি আজে, লুটিয়ে দারে,
ভাসি দুঃখে, অশ্রু জলেই,
তবুও শুধু যে, সে হতে দূরে,
যাহে দেখে, রয়ে আড়ালেই,

কহে সে, সর্বদা রহে সে,
ঘুলিয়ে মোরএ, বদনে,
তব সে, কভু দুখে এসে,
হাত না ধরে, গোপনে,

হীন নিঃশ্বাস, আমি বিহনে,
প্রাণ নাকি তার, বিষে নীল,
জাগায় বিশ্বাস, শত কথনে,
সে নাকি মোর, ভ্রমে পাগল,

যদিও বা সে ক্রমে,
দূরবর্তী অস্পর্শক,
তবুও তারই প্রেমে,
মুগ্ধ আমি বেশাক,

মিথ্যে মায়া, ভ্রম দিয়া,
যদিবা সে, প্রাণ নাশে,
হব জায়া, ভুলে হায়া,
যাব হেসে, ভালবেসে,