আজে ভালবাসা আর প্রেম যে নামে রইল,
একাকীত্ব দূরের পন্থা হয়ে পরিচিতি পাইল,
কোন কালে ভালবাসা প্রয়োজন মেটাত?
হৃদয় টানে এক হওয়াকে ভালবাসা কহিত,
আজে প্রেমের উদ্দেশ্য শারীরিক চাহিদা পূরণ,
মুখ দেখে ভাল লাগা তাহারে প্রেম কহেন?
ক্ষনেই জাহির ভালবাসা ক্ষনেই ফয়সালা,
ক্ষনের মানুষ পাত্তা না দেয় গায়েতে জ্বালা,
তৃতীয় ব্যক্তির উপস্থিতি, নাকে রাগ হিংসা,
ষষ্ঠের ছোট্ট বিবাদে সীমাবদ্ধতায় মীমাংসা,
সপ্তাহের ভালবাসা অষ্টমে মানসিক বোঝা,
প্রেমানন্দময়ী আশীর্বাদ হয়ে দাঁড়াল সাজা,
ফ্যাসাদ হতে মুক্তি চাহে দোহে, চাহে বিচ্ছেদ,
দোহে ভাবে নিজে মূল্যবান, হীন ক্ষমা-দরদ,
ভাবে অপরে হবে নত, মনে অভিমানী দানা,
ঘন ঘৃণার ঘোরে ঘিরে ঘটাল ঘৃণাময়ি ঘটনা,
ছোট হওয়া থেকে দূরে রয়, যা বাড়ায় জখম,
দু দিনের এ নকল প্রেম, টিকিল দিবস নবম,