মুখে এক ফোটা হাসি কামনি,
তা ফোটাবেন কি গো স্বজনী?
তটিনী এ তট তে তরী তরণী,
অতি দৃঢ় রবি এ মারে যখনি,
ছাও দেয় তরু হয় মুক্তি বানি,
জীবন যাতনায় তরণী মরনি,
সে তরণী স্মরনি দিন রজনী,
ও তটতে পাল তুলেও তুলিনি,
ইচ্ছে এ প্রকটে তুলি কেমনি?
তেমনি একাকী তরণী আপুনি,
জানি হয়ত নিকটেই সুখমনী,
মুক্তি তে নৈকট্য কোন তরুণী,
তাও কেন অন্তঃ দূরে গামিনি?
যদি সত্য হন ও দেবী সমানি,
কেন দূরে রন ও ভ্রম রূপীনী,
কোথা আপুনি খোঁজে গমনি?
কি তে আপুনি হন আগমনি?
কাক তাড়ু তারে কাক দ্রোণি,
সম বক তাড়ু তারে বক বনি,
কিছু হে আমাঝে রহে তেমনি,
যা তাড়েন ভ্রমরী প্রেম নবনী,
ভাঙ্গেন ভাঁড়ে ভরা হৃদ দানি,