যে মানুষের নাম শুনলে, শ্রদ্ধায় মন ভরে,
তিনিই উত্তম স্থান করে নেন, মানুষের অন্তরে।


লেনদেন ও কথা বার্তায়, যিনি থাকেন ঠিক,
ভালো মানুষ তিনিই বটে, মিলিয়ে সব দিক।


নীতি আর আদর্শে যারা সমাজকে চালান,
মানুষ তাদের গভীর ভাবে করে যে সম্মান।


ভালো মানুষ কারো গায়ে নয়তো লিখা রয়,
চাল-চলনেই ফুটে ওঠে তার, বংশের পরিচয়।


কথাবার্তা ঠিক না রাখা, যার চরিত্রেরই অংশ,
প্রতিনিয়ত প্রতারণা করে, সমাজ করছে ধ্বংস।


মুখের ভাষায় বুঝায় সবই, খাঁটি ষোলআনা,
তার সাথে লেনদেন করতে নেই তো কোনো মানা।


মানুষের মনে বিশ্বাস বসিয়ে, টাকা পয়সা নেয়,
প্রতারক তাদের প্রাপ্য টাকা আর কি ফিরিয়ে দেয়।


প্রতিনিয়ত লোকের সাথে করছে প্রতারণা,
সাবধান হয়ে দূরে থেকো, তার কাছে যেওনা।


                            ---সমাপ্ত---
                    (রচনাকালঃ- ০৬/০৩/২০১৯)