অজানার উদ্দেশ্যে জীবন গড়তে স্বপ্ন শুধু জাগে,
শেষ পরিণতি কি হতে পারে ভাবতে পারে না আগে।


পরিশ্রম করে তিলে তিলে গড়তে চায় না সুখ,
অল্পদিনেই হয়ে যেতে চায়, অনেক বড়লোক।


অজানা সুখের সন্ধানে মন সর্বদা থাকে ব্যাকুল,
ভুল সিদ্ধান্ত ও অপরিকল্পনায় হারাতে হয় কূল।


বিদেশ যাওয়ার টাকা জোগাতে হয়ে গেল দিশেহারা,
যৎসামান্য জমি যা ছিল, করে ফেলল হাতছাড়া।

জমিজমা বিক্রয়ের পর  থাকলো শুধু ঘর,
দালালকে বলে আমাদেরকে করবেন না তো পর?


দালাল বলে লক্ষ টাকা সে মাসে করবে আয়,
এমন সৌভাগ্যের সুযোগ বলো কয় জনে বা পায়?


মনটা তাদের ভরে যায় তখন দালালের কথা শুনে,
তাৎক্ষণিকভাবে পাঁচ লক্ষ টাকা দালালকে দেয় গুনে।


মহা সুখে দালাল তখন ফিরে যায় তার বাড়ি,
অনেককে একত্র করে নৌকা যোগে দেয় পাড়ি।


স্বল্প পানি অল্প আহার তারা সঙ্গে করে নেয়,
খাবার নিয়ে কাড়াকাড়ি, কেউ কাকে না দেয়।


চরমভাবে উত্তেজনায় রেগে উঠে মনের ক্ষোভে,
ঝগড়া বিবাদের ফলে নৌকা, সাগরে যায় ডুবে।


ইউরোপীয় স্বপ্নের দেশে যেতে পারলো না যারা,
অবশেষে তাদের পরিবার হয়ে গেল সর্বহারা।


                        ---সমাপ্ত ---
(রচনাকালঃ-০৪/০৭/২০১৯)