আদেশকারীর আদেশ যাহা পালনকারী শুনে
অন্যায় আদেশ পালন করতে বাঁধে হৃদয় কোণে।
নিজের অস্তিত্ব রক্ষার স্বার্থে বলে না কোনো কথা
নিরবেতে মেনে নিতে হয় মনিবের যত প্রথা।
আদেশ মানতে হতেই হবে অন্যায় কাজে লিপ্ত
নয়তো মনিব জানতে পেলে হবেন ভীষণ ক্ষিপ্ত।
সাফাই তোমায় গাইতে হবে আদেশ করেন যাহা
বলতে হবে কি চমৎকার! বাহ! বাহ! বাহা!
তুমি এবার খেলনার পুতুল যেমনি নাচায় নাচ
জীবন নাশের হুমকি থেকে এমনি করে বাঁচ।
অমান্যে তোমায় পড়তে হবে মনিবের রোশানলে
কর্ম রোজগার সব হারিয়ে যাইতে হবে জেলে।
বাঁচার তাগিদে কুকর্ম করে যদিও হারান হুষ
রক্ষা করছ মনিব আদেশ, মনিবেরই দোষ।
যিনি কর্তা স্বাধীন ভাবে করতে দেন না কাজ
তাবেদারী করবে যারা, তাদের কিসের লাজ?
তারা শুধু আজ্ঞাবাহী আদেশ পালন করে
সার্বক্ষণীক ভয়ে থাকে মনিবেরই ডরে।
মনিব যদি পাঁকা জমিতে দিতে বলেন চাষ
মান্য ছাড়া কি আছে বলো, যদিও সর্বনাশ।
প্রতিকূলতায় সাহসিকতা যায় না ফুটিয়ে তুলা
বিজ্ঞজনেরাও অবস্থা ভেদে হয়ে যান বেভুলা।
সাপের কাছে দাড়িয়ে যদি কেহ আঘাত করতে চায়
নিশ্চয়ই সাপের বিষ দাঁত দু'টি গেঁথে দিবে পায় ।
কেউ যদি আদেশ স্বরুপ সাপকে দিতে বলে লাথি
আঘাতকারীর নিভে যাবে জীবন প্রদীপ বাতি।
বাঘের রাজ্যে বসবাস করে যত হরিণের পাল
সতর্ক হয়ে না যদি চলে কি হবে তাদের হাল!
জীবন চলার রণক্ষেত্রে বেছে নিতে হবে রণকৌশল
নতুবা বিপদ, এলোমেলো সব, ভেঙ্গে যাবে মনোবল।


   ------- রচনা কাল: ০৭/০১/২০২৩ইং-----