বিশ্বজুড়ে করোনা ফেলল নেতিবাচক সারা,
চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে ছাত্র ছাত্রী যারা।


অটো পাশের কথা শুনে কমছে পড়ার গতি,
শৈথিল্যতা ঘিরে ধরছে পড়াশুনার প্রতি।


স্মার্টফোন, অনলাইনের সুযোগ কয় জনেরই আছে ,
এটাও আবার ক্ষতির কারণ অভিভাবকের কাছে।


শিক্ষার্থীসহ ভাবনায় আছেন অভিভাবকগণ,
অপেক্ষায় আছেন শিক্ষার আলো জ্বলবে যে কখন।


ক্লাসের ছাত্র-ছাত্রীদের যদি দুই ভাগ করা হতো,
একদিন পরপর তারা সবে ক্লাসের সুযোগ পেত।


স্বাস্থ্যবিধি মেনে তাদের চলত পড়াশোনা,
পড়াশোনার দুর্বল দিকটা হয়ে যেত জানা।


জ্ঞানার্জনে শীর্ষে যাদের যাওয়ার ইচ্ছা ছিল,
প্রতিযোগিতায় তাদের মধ্যে মনটা ভেঙে গেল।


যানবাহনে যাত্রী যারা চলছেন আইন মেনে,
পূর্বের ভাড়ায় চলতে পাড়ায় সবাই খুশি শুনে।


শিক্ষার্থীদের ক্লাসের মধ্যে মানতে হবে রুল,
সতর্ক হলে নিয়মকানুনে করবে না কেউ ভুল।


স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে শিক্ষা দিবেন গুরু,
অভিভাবকদের মত, অভিলম্বে ক্লাস হয়ে যাক শুরু।
            
                           --- সমাপ্ত ---
    (রচনাকালঃ-০৮/০৯/২০২০)