জন্মস্থান তার ছাতক উপজেলা নাদামপুরের বুকে,
গরিবের ডাক্তার স্বীকৃতি পেলেন সর্বজনের মুখে।


কর্মস্থল সিলেট ওসমানী মেডিকেল, সহকারী অধ্যাপক,
মানবসেবার পরিকল্পনায় আঁকতেন সুন্দর ছক।


স্বল্পমূল্যে চিকিৎসা দেওয়ায় পড়ল সুনাম ছড়িয়ে,
৩০% এর জন্যে অহেতুক টেস্ট দেননি কাউকে বাড়িয়ে।


নিজ এলাকায় রোগীর সেবায় যেতেন অনেক দূরে,
চিকিৎসা দিয়ে আসতেন তিনি অনেক জায়গা ঘুরে।


শহীদ মঈন করোনা যুদ্ধে দিলেন নিজের প্রাণ,
মানবসেবার অমর দৃষ্টান্তে তিনি যে মহীয়ান।


জীবন দিয়ে জয়ী হলেন সংগ্রামী এই পিতা,
অমর করে রাখবে তাঁকে ইতিহাসের পাতা।


পিতাহারা শিশু দুটির ঝড়ছে চোখে জল,
কি সান্ত্বনা পেলে তাদের বাড়বে মনোবল।


পিতৃতুল্য সোহাগ দিয়ে কে করবে গো মায়া,
পিতা যে ছিলেন তাদের জন্য বটবৃক্ষের ছায়া!


মায়ের এখন সন্তান নিয়ে ভাবনায় কাটে বেলা,
প্রভুর কাছে প্রার্থনায় বলেন, খেললেন একি খেলা!


এমন কঠিন পরীক্ষায় আজ হারালাম মোর পতি,
ধৈর্য্য ধরার শক্তি আমায় দাও গো অধিপতি।


                         --- সমাপ্ত ---
      (রচনাকালঃ-১৭/০৪/২০২০)