যারা পিতা ঘরের গুরু, কতটুকু আইন মানি,
ছেলেকে বলি দোকানে যা,সিগারেট দে আনি।


সিগারেট হাতে ছেলের তখন প্রশ্ন জাগে মনে,
বাবা তো নেশাগ্রস্থ দেখছি, সিগারেট ধূমপানে।


আস্তে আস্তে ছেলের মনে বাড়ে, মাদক নেশার টান,
পর্যায়ক্রমে খুঁজে বেড়ায় সে মাদকের সন্ধান।


মাদকাসক্তি বাসা বাঁধে,দখল করে মনের ঘর,
পিতা-মাতা আত্মীয়-স্বজন সব হয়ে যায় পর।


বোধশক্তি লোপ পেয়ে যায়,থাকে না সঠিক জ্ঞান,
নেশার টানে আদর্শ না মানে, হয়ে যায় অজ্ঞান।


পিতার কাছে টাকা না পেয়ে মাতার কাছে যায়
মায়ের কাছে টাকা না পেলে চোখ রাঙ্গাইয়া চায়।


অবশেষে নজর পড়ে স্ত্রীর গহনা কড়ির প্রতি,
ছিনিয়ে নিয়ে বিক্রয় করে ভালবাসার স্মৃতি।


নেশার ছলে হারিয়ে ফেলে জীবন চলার হাল,
পিতা-মাতা পরিবারের জন্য হয়ে পড়ে টাল।


সঠিক সময়ে কর্তব্য কাজে থাকতে হবে সচেষ্ট,
নৈতিক শিক্ষায় গড়লে জীবন, হবে না পথ ভ্রষ্ট।


                    ------সমাপ্ত--------
       (রচনাকালঃ ২৩/০৫/২০১৯)