বিশ্বকে কাঁপিয়ে দিল আজ নভেল  ভাইরাস করোনা,
প্রতিকারের প্রতিষেধক এখনো রয়েছে অজানা।


মানুষ এখন আতঙ্কিত, আছে ভীষণ ভয়ে,
রোগাক্রান্ত হয় না যেন অন্য কাউকে ছুঁয়ে।


করোনার নিমিত্তে করুণ অবস্থা অধিকাংশ দেশে,
প্রেক্ষাপটে যুদ্ধের হুমকি থামল অবশেষে।


স্তব্ধ করেছে ক্ষমতার মহড়া ভেঙেছে অহমিকা,
বেঁচে গেল বিশ্বমায়ের যত নিরীহ খোকা।


শক্তিধর দেশ যাদের মনে তারাই বিশ্বের প্রভু,
তাদের শক্তিকে কেউ পরাস্ত করতে পারবে না কভু।


পরম করুণাময়ের শক্তির উৎস বোঝা বড়ই ভার,
মুহূর্তে পৃথিবী ধ্বংস করে, করতে পারেন ছারখার।


শান্তির পৃথিবী অশান্তির দাবানলে যাচ্ছে আজ পুড়ে,
খোদার ইশারায়, ভাইরাস তাই ঘুরছে উড়ে উড়ে।


সাবধান হওয়ার ইঙ্গিতবহ মানবজাতির তরে,
মেনে চলবে সত্যের বিধান, পাপকে ঘৃণা করে।


ক্ষমতাবান ব্যক্তি যাদের হাতে ন্যায় বিচারের ভার,
তারাইতো ঈশ্বরের প্রতিনিধি, করবেন সুবিচার।


শক্তির বলে নীতি ভুলে যারা ভাবেন অনেক কিছু,
পরম ক্ষমতাশীল দৃষ্টি রেখে, আছেন তাদের পিছু।


করুণাময়ের করোনা থেকে যদি সকলে চান বাঁচতে,
বিশ্ব শান্তি কামনার লক্ষ্যে আসুন আল্লাহর ওয়াস্তে।
      
                           ---সমাপ্ত---
(রচনাকালঃ-২৪/০৩/২০২০)