বঙ্গ গ্রামের মানব জীবন কাটে সুখে দুখে
সহজ সরল জীবন চলায় সাহস রাখে বুকে।


মানবতা সুলভ আচরণে তুষ্ট করে মন,
তাদের মনে শান্তির প্রয়াস থাকে সর্বক্ষণ।


শান্তির আশায় সুখের জন্য চলে সঠিক পথে,
ইচ্ছে তাদের পুণ্য করে বেচে থাকবে পাপ হতে।


অন্তর খোলা ভালবাসা থাকে পরস্পরের প্রতি,
উদার মনটা করতে চায় না অন্য কারো ক্ষতি।


কোন মানুষের মনটা আবার হিংসায় থাকে ভরা,
ভালো মানুষের ক্ষতি করতে লিপ্ত থাকে তারা।


কেউবা মাঠে আবাদ করে লাগায় তাতে গাছ,
পরিবারের আয় বাড়াতে পুকুরে ফেলে মাছ।


দুর্বৃত্তরা রাত্রিবেলা কেটে ফেলে গাছের চারা,
পুকুরেতে বিষ ফেলে দেয়, সকল মাছ যায় মারা।


সবজি বাগান তৈরি করলো বাঁশের মাচা বেঁধে,
তাদের প্রত্যাশা সফলতায় মিটে যাবে খিদে।


শিম ও লাউয়ের কচি চারা ক্রমে ক্রমে বাড়ে,
শিম গাছেতে অসংখ্য ফুল, লাউ গাছে লাউ ধরে।


পরশ্রীকাতরতায় কেটে দিল সকল গাছের গোড়া,
কৃষক দেখে বাকরুদ্ধতায় হয়ে গেলেন দিশেহারা।


যে ব্যক্তি আজ করছে এমন কাপুরুষের কাণ্ড,
মানব রুপি দানব সে যে বড়ই পাষণ্ড।


ঘৃণা ভরে সমাজ তারে নিন্দার চোখে দেখে,
তার গায়েতে থুতু ফেলে চুনকালি দেয় মুখে।


এত বড় জঘন্য পাপ করে যাচ্ছে যারা,
বিবেকের কাছে কেন আজ পড়ছেনা তা ধরা?


জঘন্য পাপ করার আগে যে পরকাল না ভাবে,
জেনে রেখো কর্মের ফলাফল পৃথিবীতেই পাবে।


          (রচনাকালঃ- ১৯/০৩/২০২০)