পেঁয়াজের সাথে লবণের দাম বেড়ে যাওয়ার পালা,
হতাশায় মানুষের মনের মধ্যে বাড়ছে ভীষণ জ্বালা।


সীমাহীন ভাবে পেঁয়াজের দাম বাড়াচ্ছে যারা,
সিন্ডিকেট এই শক্তির কাছে সব মানুষই ধরা।


অধিক মালামাল মজুদ করে মিলে করে সন্ধি,
জনগণকে লুটে খাওয়া, তাদের আসল ফন্দি।


বিনাশ করছে মানবতা, হয়না তাদের কিছু,
জনসাধারণের সুখের কথা ফেলে রাখে পিছু।


দেশটা এখন মগের মুল্লুক তাদের কাছে বটে,
তাদের দ্বারা মিথ্যা কথাও সত্য হয়ে রটে।


লবণের দাম বাড়ার গুজবে সত্বর সবাই কিনে,
তাতেই মহাজন বহু মুনাফা করে যাচ্ছে একদিনে।


পেঁয়াজকে যেজন যেমনি করে রাখছে মজুদ করে,
বাড়তি মুনাফার লাভের টাকাও তেমনি যাবে ঝরে।


পেঁয়াজের ব্যবহার কমিয়ে এনে একটু থাকুন শান্ত,
মজুদদাররা ভাবতে ভাবতে হয়ে পড়বে ক্লান্ত।


গুজবেতে কান দিবেন না বাড়ছে না লবণের দাম,
অসৎ মানুষেরা গুজব ছড়ায় এটাই তাদের কাম।


                          ---সমাপ্ত---
    (রচনাকাল-১৯/১১/২০১৯)