হিসেবের ঐ খাতা খুলি
জমা, খরচ ,খতিয়ান
জমার খাতে শূন্য কেবল
খরচ পৃষ্ঠা চলমান ।


জার্ণাল এন্ট্রি দেইনি সঠিক
লেজারটা ভুলে ভরা,
ডেবিট ক্রেডিট না বুঝি আজ
হয়েছি যে কূল হারা।


এই জীবনের একাউন্টিং
ছিল যে ফিতেয় বাঁধা
ভুল হিসেবের পান্ডুলিপি
দিয়েছে আমায় ধাঁধা।


আমার ছ’জন ডিরেক্টরই
দিয়েছে কু-ডিরেকশন,
একাউন্ট্যান্ট সুযোগ বুঝে
গড়েছে তার নিজ মিশন।


ডিরেক্টরদের মাতলামিতে
অন্ধ ছিল মূল নীতি,
অলিক প্রফিট দেখিয়েছে
বাড়িয়ে দায় সঞ্চিতি।


খুলে দেখি আর্থিক হিসাব
সবটাই তার ফাঁকা
দেউলিয়াত্বের উচ্চসীমায়
আমি এখন একা।


দিনের শেষে হিসেব মিলি
ডেবিট ব্যালান্স সার
সময় যে শেষ! শুদ্ধিতরে
পাই কি ক্রেডিট আর ?


নতুন করে শুরু করার
নেই তো সময় হায়
ব্যালান্সশীটের শেষের পাতায়
কেবল আনুষংগিক দায় ।