যে ছেলেটার ঘরের কোনে পরীর ছবি রাখা
যে প্রেমিকের হৃদয়পটে পরীর মুখটি আঁকা।  
যে ভক্ত পরীর প্রেমে দেখত বাংলা ছবি
পরীর তরে কাব্য লিখে যিনি হলেন কবি।
যে পুরুষের স্বপ্নরানী- পরী জানের জান
সাংবাদিক সে ভাইটাও-যার পরীর প্রতি টান।
জন্মদিনে কেক খেয়ে যার হারিয়ে গেল সবই  
ক্লাবপাড়ার মোড়ল যত, ফিল্মপাড়ার রবি।  
সবার মাথায় ভাঙল আকাশ, বলে হায়রে হায়!
‘মা হচ্ছেন পরিমণি’-তা কি মানা যায়?
কখন পরীর বিয়ে হল? কোথায় হল বাসর?
কোন তিথিতে বসেছিল এমন প্রণয়-আসর?
এসব প্রশ্ন করছে সবাই, মরছে মাথা ঠুকে
পরী তুমি ছ্যাকার আগুন জ্বাললে হাজার বুকে।
পরীর যারা প্রেমিক ছিল- তাদের চোখে জল
পরী তুমি ছ্যাকামণি, জানো অনেক ছল!