আমি কবি তাই বারে বার
লিখিবারে বসি;
কিছু কথা তালে, লয়ে বাঁধি
তোমা তরে আসি।


তুমি যদি বলো: সুন্দর
তবে খুশি হই;
কিছু নাহি বলো, তবে আঁখি-
ছলোছলো রই।


আমি কবি তাই লিখে যাই
নিরজন নিশি;
দিবাভরে, অবসরে
কথা রাশি রাশি।


যা’ই কিছু তায়; তুমি নেও
মনে ও প্রাণে;
তা’ই হয়ে যায় যে অমর
তোমারও দানে।


আমি কবি, প্রতিভা মম
তোমারই ঋণে;
তবু দায়হীনে, লিখে যাই
তোমারও সনে।


-------------------
ছন্দ: মুক্তক মাত্রাবৃত্ত
মাত্রা: পূর্ণ পর্বে ৬ মাত্রা