ধিক্কার জানাই তোমায় - হে জ্ঞানী ,
তুমি তোমার জ্ঞানের আলো ছড়াও দিবারাত্রী ...
তা কাম্য নয় এ বসুধায়।
তুমি আজ্ও রক্ষা করতে পারোনি ...
নারীর শাড়ির আচল।


ধিক্কার জানাই তোমায় - হে সুশীল সমাজ
তুমি কথার সময় নীতি কথার ঝর বহিয়ে দাও,
কিন্তু কখনো ভেবেছো কি-
রাস্তার পাড়ে বসে থাকা ঐ ভিক্ষুকের কথা
কিংবা ঐ পথশিশু যারা রাস্তায় ফুল বিক্রির জন্য অনুনয় বিনয় করে ।


ধিক্কার জানাই তোমায় - হে নব্য যুগ
তুমি অশ্লীলতাকে করেছ সঙ্গী
আর হিংসা-বিদ্বেষকে করেছো দোসর,
তোমার জন্য আজ -
সঙ্গমে লিপ্ত হচ্ছে নাবালক - নাবালিকারা ,
আর আমার সংস্কৃতিকে করেছো বিলিন।