নীল আকাশে যখন রোদের মাঝে মেঘ উকি দেয়,
ঠিক তখনই চমকে ওঠে অনেক হৃদয়,
হায় ! হায় ! একি আবার স্বর্গদেবতাদের কোপ-
নাকি দারিদ্রের শেষ সর্বনাশ ।


চন্দ্রিমা রাতে যখন চন্দ্র-গ্রহনের কথা শোনা যায় ,
ঠিক তখনই শুরু হয়ে যায় কুসংস্কারের বাক্যালাপ,
হায় ! হায় ! গর্ভবতী মায়ের গর্ভপাত মনে হয় বৃথা -
সকলই কি দারিদ্রের কোপানল ... ।