সুরাবই-য়ে জন্ম আমার,
সুরাবই-য়ে বাড়ি।
স্বপ্নের আশায় ফাড়ি দিলাম,
গ্রামটা দিলাম ছাড়ি।
গ্রামটা আমার অনেক সুন্দর,
গ্রামের নেইকো জুড়ি।
গ্রামটা দেখে হিংসা করত,
নীল আকাশের পরি।
গ্রামের পাশে রেল লাইন আছে,
গ্রামের পাশে  নদী।
দক্ষিন পাশে বিশ্বরোড,
দেখতে এসে যদি।
সকাল বেলা স্কুলে যেথাম,
বিকেল বেলা খেলা।
স্কুলের ভাল ছাত্র বলে,
বন্ধু করত হেলা।
সেই সময়ের ছোট্ট গ্রামের,
ছোট্ট ছেলে ছিলাম।
এখন ভাবি গ্রামটি ছেড়ে,
শহর কেন এলাম।